Showing posts with label Fire Safety. Show all posts
Showing posts with label Fire Safety. Show all posts

Tuesday, February 14, 2023

Basic about Fire sprinkler head

 Basic about Fire sprinkler head

A fire sprinkler or sprinkler head is the component of a fire sprinkler system that discharges water when the effects of a fire have been detected, such as when a predetermined temperature has been exceeded. Fire sprinklers are extensively used worldwide, with over 40 million sprinkler heads fitted each year.

Sprinkler heads feature a glass bulb filled with a glycerin-based liquid. This liquid expands when it comes in contact with air heated to between 135 and 165 degrees. When the liquid expands, it shatters its glass confines and the sprinkler head activates.

Sprinkler heads must be a maximum of 12-15 feet apart, depending on the hazard rating of the space (it ranges from Light Hazard to Extra Hazard 1&2), and at least half that distance from the nearest walls (typically 7.5 feet away).

Orifice (Opening)

The orifice varies in size, but has a major impact on the sprinkler's k-factor which ultimately governs the sprinkler's relationship between flow and pressure. Opening sizes vary fairly dramatically but in general are not a major driver for sprinkler selection.

Threading
The nominal threading sizes range in quarter-inch increments from 1/2-inch to 1-1/4-inch (although some dry pendent shafts do have 1-1/2-inch threads). Thread size of sprinklers can be gathered in the field simply by measuring the diameter of the thread shaft. Sprinklers with a k-factor greater than 5.6 are no longer allowed to have thread sizes of 1/2-inch (NFPA 13 2002-2016 Section 8.3.5).

Plug
The plug retains the water (and pressure) within the sprinkler and pipe network. Breakage of the liquid-filled glass bulb results in the release of the plug, and thereafter the water.

Sealed Liquid-Filled Glass Bulb
Modern commercial sprinklers mostly rely on the colored glass bulb as the thermal sensor in the fire sprinkler, but other types are still frequent as well. Color of the liquid within the bulb indicate the listed activation temperature of the sprinkler (and can be found in NFPA 13 2002-2016 Table 6.2.5.1).

Frame & Deflector
The frame can have many finishes, of which some of the more common are listed above. The deflector offers the basic premise of the fire sprinkler - which is to distribute water in a specific pattern to best combat a fire hazard within an enclosure. Deflectors vary depending upon the style of the sprinkler and work to achieve different objectives. A residential pendent, for example, throws water with greater emphasis to the walls and ceiling where hazards are more commonly present in residential occupancies.

Friday, December 16, 2022

How to Put Out Electrical Fires

How to Put Out Electrical Fires 

A school must always understand the Importance of Fire Prevention and be a fire-safe place for our children. School fire safety measures, fire devices, fire drills, fire exits, fire escapes fire alarms are just components of good school fire safety measures. Fire safety reduces the risk of injury and building damage that fires can cause. Electrical fires can happen at any time and can be caused by a wide range of problems, including faulty wiring or overloaded appliances. If you see an electrical fire, you should call emergency services right away. If you think you can fight the fire safely, begin by disconnecting the electricity, if possible, and smothering the flames. Knowing how to put out an electrical fire effectively, including when to call in firefighters to do the job, could save not just your life, but also the life of your friends or family.

1.1 Call emergency services. If a fire is developing and you cannot get the electricity turned off or it is growing rapidly, call the fire department. Even after you call you may be able to get it out yourself, but it is better to be safe than sorry when it comes to a fire.

·        In general, firefighters will be better equipped to fight a fire that has live electricity in the mix than you will be.

·        Tell the person you talk to that you are dealing with an electrical fire, so that the firefighters know what they are getting into.

·        Even if a fire is small, calling the fire department will ensure that if the fire grows, you will have help on the way.

1.2 Make sure you can safely evacuate. Before attempting to put out an electrical fire yourself, it's important to know you can get out of the area safely. If you can see 2 paths to safety from where you would be located to fight the fire, then it's reasonable to stay and fight the fire. If you can only see 1 escape route, you should take it and let the fire department fight the fire. It is better to stay safe than risk getting trapped in a fire.

·        Having 2 escape routes allows you to fight the fire until it is out or until 1 of the escape routes is blocked by fire or debris. Once 1 of the 2 is blocked, it is time to evacuate.

·        Escape routes typically include doors and windows that you can easily pass through to the outside. A window that is many stories above the ground would not be a great escape route, while a first-floor window would.

1.3 Evacuate, if necessary. If at any time you begin to feel unsafe, an exit gets blocked, you get burned, you start to breathe in smoke, or your fire-fighting techniques are not working, abandon your efforts and get out of the building. Your safety is more important than belongings or buildings.

·        Close doors behind you as you leave. This will help keep the fire as contained as possible.


Method 2: Disconnecting the Electricity

2.1 Unplug appliances that are on fire. If you have an electrical fire that has started in an appliance that plugs in, such as a toaster, you should immediately unplug it. Make sure that you can get to the wall socket or extension cord safely and then disconnect it from the outlet.

·        Unplugging an appliance that is on fire will reduce the risk of the fire spreading beyond the appliance.

·        Many electrical fires start at overloaded appliances. For instance, if there is a short in your toaster, it can produce enough heat to start a fire. Another example is when too many Christmas lights are plugged into each other, it can create enough heat to start a fire.

2.2 Turn off the electricity. If you have an electrical fire that is in a wall or in an appliance that you can't get to to unplug, focus on getting the power turned off. If you can safely get to the electrical switch or the electrical panel, go there and kill the power. Disconnecting the power will eliminate the risk of electrocution, will eliminate the heat source that started the fire, and will allow you to fight the fire with a wider array of fire-fighting techniques.

·        If you cannot get to a location to shut off the power safely, don't attempt it. It is better to stay safe and fight the fire with the power on than to risk getting burned or electrocuted trying to turn the power off.

2.3 Be certain that the electrical disconnect is out of reach. Once a fire has started, electricity can continue to create heat that will encourage the fire to continue. Electricity will also make the fire harder to fight, because you have to be careful not to get shocked, in addition to avoiding getting burned. With this in mind, make sure there is no safe way to get to the electrical disconnect before giving up and fighting the fire while it is still electrified.

·        If you have an appliance fire where the appliance can't be unplugged, go turn off the power at the breaker box. Whatever you can do safely to remove the electricity from the situation, do it.


Method 3: Putting Out an Electrical Fire With the Power Still On

3.1 Never use water on an electrical fire. If you cannot turn off the electricity and the area that is on fire is still energized, the last thing you want to do it pour water on it. Water will conduct the electricity that caused the fire, creating an electrocution hazard in addition to the fire hazard.

·        If you are unsure whether a fire has been caused by live electricity or something else, err on the side of caution and don't use water.

3.2 Smother a small fire with baking soda. If you can't disconnect an appliance or cord that is smoldering, cover the whole area in baking soda. This will block the oxygen that the fire needs to keep burning while not creating an electrocution hazard like water would.

·        Do not use flammable items to smother an electrical fire, such as a blanket. With live electricity involved, flammable items you use could easily start burning.

3.3 Use only a class C or ABC fire extinguisher. The type of fire extinguisher you can use on a live electrical fire is very specific. An electrical fire is known as a Class C fire, and so requires a Class C fire extinguisher. A fire extinguisher marked ABC is also acceptable, as it's capable of stopping fires caused by wood/trash, liquids, and electrical equipment.

·        Many fire extinguishers made for home use are ABC extinguishers.

·        Other types of extinguishers could create an electrocution hazard if used on an electrical fire because they contain liquids or chemicals that conduct electricity.

3.4 Use the fire extinguisher properly. In the moment of an emergency, it can be hard to remember how to operate a fire extinguisher. To make that easier, remember the term PASS and what each letter stands for:

·        P - PULL the silver safety pin on the handle of the extinguisher.

·        A - AIM the hose and nozzle of the extinguisher at the fire.

·        S - SQUEEZE the handle of the fire extinguisher slowly.

·        S - SWEEP from left to right, making sure to get every part of the fire.

3.5 Disconnect the electricity when possible. Once the fire is under control enough to safely get to the electrical panel or the outlet, disconnect the power. This will help ensure that the fire is not reignited by electricity and that the risk of electrocution is eliminated.


Method 4: Putting Out an Electrical Fire Once the Power is Off

4.1 Use a fire extinguisher if you have one available. If you have turned off the electricity and there is a fire extinguisher nearby, spray it on the fire. It doesn't matter what kind of extinguisher you use on a fire that has no live electricity around it.

4.2 Use a fire blanket or other thick blanket to smother the fire. If you don't have an extinguisher but you do have a fire blanket, use it to smother the fire. By covering a small fire you are eliminating much of the oxygen the fire needs to keep going. With quick action, a fire blanket or other thick blanket can be used to put a small fire out completely.

4.3 Douse the fire with water. You need to be absolutely sure that the electricity is turned off before putting water on a fire. If you are sure, spray or dump water on the fire and nearby areas that are likely to become ignited. The moisture will put out active flames and will reduce the risk of the fire growing.

·        Water on an electrified fire can create an electrocution hazard, in addition to the fire hazard.

·        If the fuel for the fire you are fighting is kerosene, oil, or another liquid fuel, be careful putting water on it. The water can pick up the fuel and move it to another area where it can then ignite and spread the fire.

 

 REF:
1.     http://trip.ustia.org/safety/tips/
2.     https://www.nfpa.org/News-and-Research/Publications-and-media/Blogs-Landing-Page/Fire-Sprinkler-Initiative/Blog-Posts/
3.     http://www.com.ohio.gov/documents/fire_getoutalive.pdf
4.     http://scoutingmagazine.org/
5.     https://www.ready.gov/wildfires

Sunday, March 8, 2020

Choosing the right Fire Safety Solution

Choosing the Right Fire Safety Solution

The fire industry is a mixture of old and new. Many installations still use technology that was invented years ago and still does a good job of fire prevention, detection or suppression. At the same time, technology has advanced and we find newer technologies doing things we could almost not imagine possible a few years ago.

To learn more about fire detection, prevention and suppression, Mr. Arindam Bhadra, Technical Consultant at SSA Integrate, answers a few questions.

1. Why should businesses consider fire detection, prevention and suppression products ?
Arindam: The outbreak of a fire could destroy a business and its property, not to mention the loss of human life. The costs of replacing everything would be incredibly high and an extremely time consuming task. One of the best ways to prevent such an extremely unfortunate or unsuccessful event is to make use of a fire alarm system.

2. What are the factors that will affect your choice of fire solution, for example, building infrastructure, number of employees etc.?
Arindam: There are essentially two types of fire alarm systems: Conventional and Addressable. A conventional system is suitable for factories with large open areas requiring detection as well as small commercial buildings. For larger buildings and installations, an addressable system is recommended.

Most insurance companies will require that your fire alarm system meets with a specified design category as defined in IS or BS or NBC 2016. It is recommended that you make National Safety Council, FSAI, NFPA registered designer individual Member (with Valid Certificate) to provide you with assistance when designing your fire system.

3. How have fire detection/suppression technologies changed over the years? What are some of the latest technologies/solutions available?
Arindam: At a base level, fire detection and suppression technologies have evolved from systems designed purely to save life and structures to systems that additionally protect business continuity and livelihood. Early and Very Early Warning (VEW) systems are now prevalent because early intervention minimises loss and interruption.

Aspirating Smoke Detection (ASD) is the most commonly used of the VEW systems due to its high sensitivity, flexibility of installation, lower total cost of ownership (TCO) and the ability to integrate into business processes. The latest ASD systems provide integrated gas detection and addressability (fire location) to up to 15 points. ASD is now used in environments ranging from clean rooms to coal mines.
Beam technologies have undergone a revolution as well with new multi-wavelength technologies all but eliminating nuisance alarms that have traditionally plagued this type of detection. The OSID system combines multi-wavelength technology with the ability to extend beam length, or utilize multiple emitters (some wireless) with a single receiver.

Multi-criteria systems, combining detection for heat, smoke and CO, are being deployed in spot detectors to eliminate nuisance alarms from lint, steam and insects with varying degrees of success. The industry, in a sense, awaits the results of nano- and other technologies for the next generational breakthrough.

Flame detectors have advanced from the basic UV (ultra-violet) to IR (infrared), to units that employ both UV and IR, as well as dual IR and triple IR, enabling much faster detection of fire and are less affected by the environment, e.g. solar blind, dust etc.

Fire suppression in occupied areas has advanced from CO2 systems as they have finally been recognized as dangerous to use in occupied areas, and Halon 1211 and 1301, which were phased out due to being recognized as ozone depleting products.

As in the past fire suppression systems are split into two camps, inert and chemical. The inert protagonists claim that the use of naturally occurring gases to reduce the oxygen level below that where fire can be sustained (most substances will not burn below a level of 15% volume of oxygen in an atmosphere) is more environmentally friendly than the use of chemical agents.

However, it can be argued that due to these gases being stored at high pressure typically 200/300 bar and the large number of cylinders that need to be employed for large room volumes and the process needed to manufacture these high pressure cylinders, it is more harmful to the environment than the use of chemical agents.
Amongst the inert gas systems is IG541 (52% Nitrogen, 42% Argon and 8% CO2), normally pressurized at 150/200 bar and commonly known as Inergen.

Novec 1230 Fire Extinguishing Fluid looks likely to become the chemical agent which will eventually be recognized as the most sustainable of all the chemical agents. Manufactured by 3M, it offers a 20-year Blue Sky Warranty on Novec 1230 and guarantees to replace the cost of the Novec should it ever become necessary to replace it due to environmental issues.

4. What situations and environments warrant specific technologies (if any)?
Arindam: There are certain applications that require specific equipment be used, for example kitchens require the use of heat detectors. Escape routes require the use of smoke detectors. There are also a number of risk-specific scenarios that require the use of specialized detectors such as ember detection, UV/IR flame detectors, linear heat detection and duct probes.

The environment to be protected can also determine the most appropriate detection method used when taking into account servicing and safety requirements. In areas where it would require scaffolding and working at heights to get to point detectors, especially when over busy production areas, it would be more suitable to install beam detectors.

5. For a greenfields office/campus/factory environment, what solutions would you advise companies to install to ensure the safety of people and assets?
Arindam: With few exceptions, good business practice would dictate that merely meeting regulations is insufficient. A very high proportion of businesses that have a significant fire event subsequently fail, even if people and the structure are saved, business disruption invariably claims its toll. For this reason it is essential that detection and suppression solutions that achieve, and most importantly maintain the required performance are preferred.

I would advise to Design installing at the least analogue addressable smoke detection, and the use of Novec 1230 Fire Extinguishing for the protection of any critical assets areas, such as data centres, computer rooms etc.
6. Which technologies eliminating nuisence alarms in fire detection applications
Arindam: Today more than ever, there's no place for nuisance alarms in fire detection and alarm applications. No matter the building or environment being protected, nuisance alarms should by and large be considered unnecessary and unacceptable.

Here is an overview of some of the latest technologies that can be employed today to combat nuisance alarms.

Drift compensation: The build-up of dirt and dust in smoke detectors, often the result of improper maintenance, is a major cause of nuisance alarms. As dirt accumulates over time in the chamber, the detector begins to 'drift' away from its selected sensitivity. In effect, the accumulation of dirt makes a detector more sensitive. As dirt continues to accumulate, a detector drifts toward the alarm level, the threshold that must be reached to cause an alarm.

Because of increased sensitivity caused by dirt build-up, trace particles of ambient smoke, which wouldn't activate a clean detector, can set off a device which is dirty. Transient conditions - such as radio frequency interference from cellular telephones - can similarly activate a dirty detector.

Recent advances have brought building owners powerful new technological tools that enable analogue addressable systems, by evaluating environmental data and compensating for contamination, to maintain detector sensitivity and nuisance alarm immunity. Many analog systems can now provide drift compensation, which enables detectors to maintain their original sensitivity setting over time despite the accumulation of dirt in the chamber.

In those systems, the control panel is able to continuously measure, analyse and average ambient conditions in the detector chamber, and to automatically compensate for dirt accumulation. Each sensor's average value is constantly monitored as part of a software filtering process that quantifies the build up of contamination. The environmental data is used to make adjustments that maintain the desired sensitivity level by compensating for accumulated dirt and dust. The result is a significant reduction in the probability of nuisance alarms caused by shifts, either up or down, in sensor sensitivity.

In the most advanced systems, drift compensation is accomplished by moving both the zero reference and the alarm threshold proportionately , by an amount equal to the change in sensitivity resulting from the accumulation of dirt. As an example, let's take a detector with a sensitivity setting that would cause an alarm at 2.5% per foot of smoke obscuration. And let's say the build-up of dirt over time has resulted in a change in sensitivity that equals 1% per foot of smoke obscuration. With the drift compensation feature, the system automatically moves the zero reference to 1% and the alarm level to 3.5%. As a result, just as with the original setting -,it still takes 2.5% smoke obscuration to initiate an alarm.

Multiple sensitivity levels: Some advanced systems offer building owners a choice of sensitivity levels with the UL-listed range. In a system with this capability, each sensor can be individually set at the optimum sensitivity for the environment it protects. For example, in an elevator lobby or lounge area where smokers might gather - or in other areas where small amounts of smoke might normally be present - the sensor can be set at the least sensitive end of the UL window. In high-risk installations - such as computer rooms and telephone switching centres where very early warning is important - the sensors can be set at a more sensitive level of 0.5% or even 0.2%.

In both instances, the building owner can take advantage of the full range of UL-accepted sensitivity settings, closely match the sensitivity of the detector to the area it is protecting, and guard against nuisance alarms.

In systems that cannot provide multiple sensitivity levels, each detector's sensitivity setting would typically be based only on general guidelines about protection levels for different occupancies. A computer room, for example, would most likely be equipped with a "relatively more sensitive" detector than a conference room. But it would be difficult - without causing a nuisance alarm - to determine if a more sensitive detector could potentially be used in that computer room setting.

Peak value reporting: Some newer fire detection systems have the ability to provide an historical accounting that specifies how close a detector has come to its alarm point. That "peak value" analytical data is useful in customizing a system to meet the precise fire detection application in a particular area or building.

It is important to note that detectors are set at a factory default sensitivity that is appropriate for most commercial, educational and institutional environments. Peak value logging can be valuable in applications where a more precise, experience-based sensitivity setting is desirable. In those settings, peak value logging can be used to help maximise protection and minimise nuisance alarms.

Here's how it works. All sensors can be set to a sensitivity of 2.5% at installation. After a period of time, perhaps 90 days, the sensitivity can be adjusted up or down based on an analysis of how close they actually came to being in alarm during that interval. A sensor in a conference room, for example, that might have had a peak value of 1.0% smoke could have its sensitivity lowered to 3%. A sensor in a computer room, with a peak value of 1% smoke, could be having its sensitivity increased to 0.5%. Peak value logging can be an important consideration when selecting a control panel because it enables a customer – by evaluating historical data about actual environmental conditions - to set sensors at the optimum sensitivity. The resulting sensitivity settings coincide with the fire risk in the protected environment and help prevent nuisance alarms.

Multistage alarm selection: This feature takes full advantage of systems that provide multiple sensor sensitivity levels. Through control panel programming, some systems can provide multi-stage operations for each sensor. For example, the control panel may be programmed so that in one individual sensor a 2.0% level will cause a warning that prompts further investigation - while a 2.5% or 3.0% level will automatically initiate a general evacuation alarm. The multistage alarm allows time for investigation before proceeding to evacuation.

When allowed by the Authority Having Jurisdiction (AHJ), this feature can reduce unnecessary evacuations and is particularly valuable in hospitals, hotels and dormitories or in jurisdictions where there is a charge for responding to false alarms.
7. What about existing premises? Are fire products designed to be integrated with older technologies?
Arindam: Existing fire systems can be integrated into new fire systems, e.g. conventional type detection systems can be controlled by means of an analogue addressable system, until budgets allow for a full upgrade and replacement.
In most cases a complete fire solution is a combination of active and passive measures. Building design and construction persists for the life of the building, fire alarm systems however are subject to maintenance and replacement. Key to maximising the utility of the system is to ensure that the technology used is flexible enough to adapt to changing patterns of use within a building over its life.

Risk managers should ensure that their systems are fully maintained and serviced at the required intervals by a reputable fire company to ensure the operational status of their equipment. Fire/evacuation drills should be conducted to ensure full operation of the system. Suppression systems should be checked on a weekly basis for pressure drop in cylinders and, if found to be the case, this should be rectified as soon as possible as the risk of one cylinder in a bank not being operational could be the difference between a fire being extinguished or not.
8. What tips would you give risk managers with respect to updating or installing new fire solutions?
Arindam: Have a reputable company inspect the system and give a full report on the age of the system and when devices need replacing (typically, smoke detectors have a life span of 10 years) and budget accordingly. They should be aware of companies who tell them that their system needs immediate replacing because one or two detectors are faulty; have the system checked out by a qualified fire inspector or reputable company.
The primary role of any fire detection system is to reliably detect fires as early as possible and to do that over the life of the system for the minimum Total cost of ownership (TCO). In choosing a technology, or in fact a manufacturer of a particular technology, it makes good sense to ask the prospective manufacturer to provide quantified, ideally independent data showing the performance of their product over time.

In addition consider the TCO of the system. The lowest initial capital outlay may not equate to the lowest lifetime cost for the system due to maintenance, particularly where patterns of use or other occupancy requirements change over the life of the building. Again, a manufacturer should be able to supply you with this data.


Sunday, March 3, 2019

Recent Fire in Bangladesh Reminds Put Safety First

Recent Fire in Bangladesh Reminds Put Safety First

It happens on Bangladesh or Barlin or India it always tragic – it remained us “Safety First”. NFPA was saddened to learn of the recent tragic fire that swept through Dhaka, Bangladesh claiming the lives of nearly 70 people and injuring scores more. While a specific cause for what started the fire has yet to be determined, we do know that the intensity and spread of the fire stems from the storage of chemicals in the midst of the mixed-use part of the old city combining residences, shops, and unfortunately, chemical storage warehouses. (We don’t know specifically what chemicals were involved, but news accounts have mentioned flammable gas, flammable or combustible liquids like solvents or similar volatile materials, and have alluded to perfumes, cosmetics, and simple combustibles.)

What is particularly troubling is that a similar incident occurred in Dhaka in 2010. While the event was followed by a government effort to prohibit chemical storage in the city center, the effort was not sustained because it lacked a commitment of all involved parties tasked with protecting people and property. Such collaboration is at the root of what NFPA calls the Fire & Life Safety Ecosystem, a concept that helps guide all affected stakeholders through the process for identifying fire, life safety, electrical, and related hazards, and creating solutions to manage such hazards. Right now, this safety system is broken.
Take the 2010 incident in Bangladesh. While the process began with government recognition of the hazard, it needed more than just a push from government to build the framework. By way of example, according to the Ecosystem concept, full adherence to the codes and the referenced standards within would provide the process for storing chemicals in designated areas away from the public; an informed and skilled workforce would better be able to identify and respond to dangerous actions (i.e. the movement of stored chemicals from a once designated separate place back to residential areas); and an informed public would be more vocal and diligent in encouraging change in the name of safety. 
We are reminded that what we have seen with this incident in Bangladesh has happened elsewhere in the world:  In the U.S. in 2013, an ammonium nitrate fertilizer plant explosion killed 15 people; in China in 2016, a fire and explosions devastated a warehouse area storing chemicals and killing 170 people. In each of these incidents, the governments’ ill informed decisions related to zoning and compliance with existing fire and life safety codes and standards contributed to the devastating outcomes.  
So, what do the standards say about chemical storage and how they could have applied in Dhaka? NFPA standards, such as NFPA 1, NFPA 30, and NFPA 400, would approach these hazards by ensuring the following:
•    Identifying the hazard classification and characteristics
•    Identifying the types of containers used for storage
•    Limiting the quantities of the more volatile materials
•    Using construction to manage some of the storage (separate buildings or structures for certain materials to keep them segregated from incompatible materials) and enforcing separation distances from other structures, people and public areas
In the days to come, additional facts about this recent incident in Bangladesh will come to light. As we learn more, let it be a reminder that change can and should take root not just in Bangladesh but across the world. And while there is no single solution to fire and life safety, we believe that engaging in a full safety systems approach, as illustrated in the Fire & Life Safety Ecosystem concept, will get us closer to solving the world’s fire problem.  
At NFPA, we continue our focus on the entire safety system, working with professionals around the globe in support of the development and use of the Ecosystem concept in their countries and according to local cultures. By working together, recommitting to, and promoting this full system of fire prevention, protection and education, we can help save lives and reduce loss.
আগুন, যার একটাই গুণ- কেবল জ্বালাতেই জানে। এবং এই অগ্নিক্ষুধা এতোটাই একপাক্ষিক ঘটনা যে, জান-মাল সহ কিছুই আর অবশিষ্ট রাখে না। প্রতিবছর আমাদের দেশে আকস্মিক অগ্নিকাণ্ডে কী পরিমাণ জান-মালের ক্ষতি হয় তার কোন পরিসংখ্যানমূলক তথ্য হাতের কাছে না থাকলেও নাগরিক জীবনে এর ভয়াবহতা ও ভিকটিম হিসেবে আমাদের অসহায়তার অন্ত নেই। বাসা-বাড়ি অফিস-আদালত থেকে শুরু করে মার্কেট-বহুতল ভবন যান-বাহন ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপক সিস্টেমের অভাব বা অপ্রতুলতা এবং আমাদের ভয়ানক অজ্ঞতা-অসচেতনতার কারণেযেকোন সময় যেকোন স্থানে যে কেউ এই আগ্রাসী অগ্নিকাণ্ডের দুঃখজনক ট্র্যাজেডির অসহায় শিকার হয়ে যাওয়া বিচিত্র নয়। গ্রামে-গঞ্জে বা ছোটখাটো শহরগুলোতে হুট করে বাইরে খোলা জায়গায় বেরিয়ে পড়ে প্রাণ বাঁচানোর ছোট্ট সুযোগটুকু পাওয়া গেলেও খাঁচাবদ্ধ নাগরিক জীবনে সেটাও সুদূরপরাহত বলেই মনে হয়। তাই প্রতিমুহূর্তের সমূহ আশঙ্কা আর সম্ভাব্য বিপদ মাথায় নিয়েই আমাদের নাগরিক জীবন।
ইদানিংকালে ঢাকার কিছু অগ্নিকাণ্ডের ঘটনা-উত্তর পরিস্থিতি থেকে আমাদের দুঃখজনক অভিজ্ঞতা হচ্ছে, আগুনে পুড়ে মরার চাইতে বহুগুণ বেশি মৃত্যু ঘটে হুড়োহুড়িতে পদপিষ্ঠ হয়ে। বিশেষ করে কিছু গার্মেন্টস ফ্যাক্টরির অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা তা লক্ষ্য করলাম। আবার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড যে আমাদেরই বালখিল্য অসতর্কতা ও অবিবেচনাপ্রসূত অসচেতনতার ফসল তাও বলার অপেক্ষা রাখে না। এতে করে আগুনের তীব্রতার চাইতেও আমাদের অজ্ঞতা-অসচেতনতাই অধিক তীব্র বলে অনুমিত হয়। এছাড়া বহুতল ভবনগুলোর অন্ধ-আবেগি নির্মাণশৈলিতে প্রয়োজনীয় বিল্ডিং কোড অমান্যের পাশাপাশি অত্যাবশ্যকীয় অগ্নি-নির্বাপক ব্যবস্থার শোচনীয় ঘাটতি বা অনুপস্থিতি, আমাদের রাষ্ট্রিয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংস্থার যুগোপযোগী প্রয়োজনীয় ইকুইপম্যান্ট সার্ভিস না থাকা, বিশেষ করে তেরো তলার উপরে অগ্নিনির্বাপণে তাদের অসহায় অক্ষমতায় (যা এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডে লক্ষ্য করা গেছে) বহুতল ভবনশীর্ষবাসীদের স্রেফ অদৃষ্ট-নির্ভর হয়ে যাওয়া ইত্যাদি বিষয় আমাদের নাগরিক-যোগ্যতাকেই প্রশ্নের সম্মুখীন করে তুলেছে। এমতাবস্থায় আগুন সম্পর্কে আমাদের সতর্ক সচেতনতার কোন বিকল্প চোখে পড়ে না। একটু সচেতন হলেই আমরা অনেক বড় বড় দুর্ঘটনা থেকে পরিত্রান পেয়ে যেতে পারি। অনেক ভয়ঙ্কর ট্র্যাজেডিরও দুর্ভাগা সাক্ষি হতে হয় না আমাদের। আসুন না, আমরা সে চেষ্টাটুকুই করতে পারি কিনা দেখি।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হতে সৃষ্ট আগুন পার্শ্ববর্তী ভবনসমূহে ছড়িয়ে পড়ে এবং বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে এলাকাটি বিদ্যুৎ-সংযোগবিচ্ছিন্ন হয়ে যায় দমকল বাহিনী পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও (সরকারি হিসাব মতে) ততক্ষণে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে ৭৮ জন মারা যান

কারণ

শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা মসজিদ সংলগ্ন আসগর লেন, নবকুমার দত্ত রোড হায়দার বক্স লেনের মিলনস্থলে একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সেই আগুনে প্রাইভেটকারের কাছেই থাকা গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপের সিলিন্ডারসমূহও বিস্ফোরিত হয়; বিস্ফোরিত হয় পার্শ্ববর্তী খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার এবং রাস্তার বৈদ্যুতিক ট্রান্সমিটারও। পুরো এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ার মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে নিকটস্থ রাজ্জাক ভবন, হাজী ওয়াহিদ ম্যানশনসহ পাঁচটি ভবনে। হাজী ওয়াহেদ ম্যানশনে থাকা পারফিউমের গুদাম অন্যান্য দোকানে রাখা প্লাস্টিক গ্রেনুলারসমূহ দাহ্য পদার্থ হিসেবে আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করে আরেকটি ব্যাখ্যা অনুসারে, মোড়ে থাকা একটি বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয় পরবর্তীতে বিস্ফোরক পরিদপ্তরের করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলায় রাখা সুগন্ধির ক্যানগুলো থেকে কোনো কারণে বাতাসে বিস্ফোরক মিশ্রণ তৈরি হয়েছিল। বৈদ্যুতিক স্ফুলিঙ্গ ওই মিশ্রণের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রতিবেদনটিতে সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হওয়ার বিপক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে

ঘটনাক্রম

ঘটনাস্থলে অগ্নিদগ্ধ গাড়ি ঘনবসতিপূর্ণ সরু গলিপথের পুরান ঢাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে; নিকটস্থ এক কমিউনিটি সেন্টারে বিয়ে উপলক্ষে সড়ক ছিল জনসমাগমপূর্ণ। আগুনে পথচারী রিকশাযাত্রীরাসহ ভবনগুলোর বাসিন্দারা অগ্নিকাণ্ডের শিকার হন। এর মধ্যে দমকল বাহিনীর ১০টি ফায়ারস্টেশনের ৩৭টি ইউনিট অগ্নিনির্বাপনের কাজ শুরু করে; ৪টি হেলিকপ্টারের মাধ্যমে আগুনলাগা ভবনগুলোতে পানি ছিটানো হয়। রাত ৩টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে, তবে এরপরেও ছোটোখাটো বিস্ফোরণ হতে থাকে। পরদিন ২১ ফেব্রুয়ারী দুপুর ১টায় ১৫ ঘণ্টাব্যাপী অগ্নিনির্বাপণ অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়

হতাহত

দমকলবাহিনী ঘটনাস্থল থেকে ঢাকা মেডিকেল কলেজে ৭০টি লাশ প্রেরণ করে; আরো ১১টি লাশ বিভিন্নভাবে এসে পৌঁছায়। এছাড়া আহত অগ্নিদগ্ধ ৫২ জনের মধ্যে ৪১ জন প্রাথমিক চিকিৎসা নেন এবং ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হতাহতদের বেশির ভাগ লোক নোয়াখালি জেলার

ক্ষয়ক্ষতি

অগ্নিকাণ্ডে একাধিক হোটেল দোকানসহ পাঁচটি ভবন সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশন ধ্বসে পড়ার সম্ভাবনা জানান বুয়েটের প্রকৌশলীগণ এছাড়া ৪টি গাড়ি, ১৫টি মোটরবাইকসহ অনেকগুলো রিকশা, ভ্যান ঠেলাগাড়ি অগ্নিদগ্ধ হয়

প্রতিক্রিয়া 

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী উদ্ধার কার্যের তত্ত্বাবধান করেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বিরোধীদল বিএনপি অগ্নিকাণ্ডের জন্য 'সরকারের অব্যবস্থাপনা'কে দায়ী করে এবং ২৩ ফেব্রুয়ারী শোকদিবস পালনসহ দুদিনের কর্মসূচী ঘোষণা করে
অগ্নিকাণ্ডে হতাহতদের স্বজনদের তথ্য জানাতে বিশেষভাবে হটলাইন চালু করা হয়
অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক পাশাপাশি শ্রম মন্ত্রণালয় থেকে নিহত শ্রমিকদেরকে লক্ষ এবং আহতদেরকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানানো হয়
মেয়র সাঈদ খোকন পুরান ঢাকায় আর কোনো রাসায়নিক গুদাম রাখতে দেয়া হবে না এবং কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী জানান যে রাসায়নিক গুদাম সরাতে সংশ্লিষ্ট দপ্তরকে পুলিশ সহায়তা দিতে প্রস্তুত আছে তবে 'অর্থনৈতিক প্রবাহ' বজায় রাখতে পুরান ঢাকার রাসায়নিক ব্যবসা বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ ভবিষ্যতে অগ্নিকাণ্ড রোধে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং একটি প্রাথমিক প্রতিবেদন জমা দেয়া হয়
২৫ ফেব্রুয়ারি, সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়
আগুন দ্রুত প্রজ্জ্বলনশীল পদার্থের রাসায়নিক বিক্রিয়াবিশেষ। আগুন জ্বালানোর জন্য তিনটি উপাদানের প্রয়োজন পড়ে  - অক্সিজেন,  জ্বালানী এবং তাপ। জ্বালানী হিসেবে কাঠ, কয়লা, তৈল এবং অন্যান্য দাহ্য পদার্থ পরিবেশের সর্বত্র রয়েছে। একবার আগুন জ্বলতে শুরু করলে পরবর্তীতে এটি নিজেই তাপ উৎপাদনে সক্ষম। কখনো কখনো এটি নিজেই স্বয়ংক্রিয়ভাবে তাপ উৎপাদনের মাধ্যমে জ্বলতে শুরু করে।

সাবধানতার সাথে আগুন না জ্বালালে এটি মারাত্মক প্রতিক্রিয়া ও প্রভাব সৃষ্টি করে। একবার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এটি ১৭,৪০০বর্গ কিলোমিটার এলাকাব্যাপী ক্ষতিসাধন করতে সক্ষম যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সমান। বনাঞ্চলের পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে যদি তা নিয়ন্ত্রণে রাখা না যায়। প্রতিবছর ইউরোপের বনাঞ্চলের একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় অগ্নিজনিত কারণে। এ ধরনের ঘটনাগুলো মূলতঃ গ্রীষ্মকালেই সংঘটিত হয়ে থাকে। অগ্নিনির্বাপককর্মী বা প্রশিক্ষিত জনগোষ্ঠী আকস্মিকভাবে সৃষ্ট অগ্নিকাণ্ড বন্ধের জন্য প্রাণান্তকর চেষ্টা চালায় কিংবা আগুনকে নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হয়।
আগুনকে তিনটি পৃথক উপায়ে নির্বাপণ করা সম্ভব। নিচের তিনটির যে-কোন একটি সহায়ক উপাদানকে দূরে সরিয়ে রাখার মাধ্যমে তা সম্ভবপর -
·         যদি আগুনকে তার সাহায্যকারী জ্বালানী এবং অপরাপর জ্বালানীকে দূরে রাখা যায়, তাহলে আগুন জ্বলবে না।
·         অক্সিজেন প্রত্যাহারের মাধ্যমে আগুন নিভানো সম্ভব যা শ্বাসরোধকারী আগুন নামে পরিচিত। আগুন খালি জায়গায় জ্বলতে পারে না অথবা এটি কার্বন ডাইঅক্সাইড দ্বারা আবৃত থাকাবস্থায় জ্বলে না।
·         তাপ শক্তিকে দূরে সরিয়ে রাখার মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে রাখা যায়। সবচেয়ে প্রধান ও সাধারণ উপায় হচ্ছে জল ব্যবহার করা যা আগুনকে বিস্তৃত ঘটাতে সাহায্য করে না।
কিন্তু ম্যাগণেসিয়ামজনিত শিখার সাহায্যে সৃষ্ট কিছু আগুনের সর্বাগ্রাসী বিচ্ছুরণকে আটকানো যায় না। এটি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং অন্যান্য অগ্নিনিবারক সহায়ক যৌগকেও পুড়িয়ে ফেলতে সক্ষম।
আগুন নেভানো বা নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবহৃত যন্ত্রকে অগ্নিনির্বাপক যন্ত্র বলা হয়। অতি প্রচলিত অগ্নিনির্বাপক যন্ত্রগুলোতে সাধারণত সিলিন্ডারে উচ্চচাপে রক্ষিত তরল কার্বন ডাই-অক্সাইড নজ্‌ল লিয়ে স্প্রে আকারে বের করে আগুন নেভানো হয়। আর CO2.অগ্নি নির্বাপক এক্সটিইংগুইসারঃ যন্ত্রে ধরার জন্য হাতলে একটা বিশেষ জায়গা আছে যেহেতু এই গ্যাস অনেক ঠাণ্ডা তাই অন্য জায়গায় ধরে রাখতে পারবেন না ।
অগ্নিনির্বাপক যন্ত্র / এক্সটিইংগুইসারঃ পরিচালনার সাধারণ ধাপসমূহ হলঃ
1.   সেফটি পিনটি টানুন।
2.   নিরাপদ দুরত্বে থেকে (অন্তত ছয় ফুট দুরে) নজলটি আগুনের মূলে তাক করুন।
3.   হাত দিয়ে নজলটি চাপুন।
4.   অগ্নিনির্বাপক যন্ত্রটি আগুনের দিকে তাক করে একপাশ থেকে আরেক পাশে নাড়ান।
বিভিন্ন ধরনের আগুনের জন্য বিভিন্ন রকমের অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে। ভুল রকমের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের ফলে আগুন আরও বাড়তে পারে তাই সঠিক ধরনের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা উচিত। আগুন নিভানোর কাজে ব্যবহৃত যে সিলিন্ডারগুলো দেখি তা মুলত ৩ টি ভাগে বিভক্ত।যথাঃ
1) ডিসিপি (DCP)
2) সিওটু(CO2) এবং
3) ফোম জাতীয়(Fome)।
এবার আসুন দেখি কোন এক্সটিইংগুইসারঃ সিলিন্ডার কোন ধরনের আগুনে ব্যবহার করা হয়।
ডিসিপি পুরনাঙ্গ রূপ হচ্ছে ড্রাই ক্যামিকেল পাউডার। এটা সাধারনত কাপড়, পাট, কাঠ, এবং শুকনো কঠিন পদার্থের আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়। এই সিলিন্ডার দামি ও সূক্ষ্ম মেশিনের আগুন নেভানোর কাজে ব্যবহার হলে আগুন নিভবে কিন্তু মেশিনগুলো পুনারায় ব্যবহার না করা যেতে পারে। কারন পাউডারের জন্য মেশিনের অভ্যন্তরীণ দামি ও সূক্ষ্ম যন্তারংশ চিরতরে ক্ষতি হতে পারে।
সিওটু (CO2) মানে সহজ বাংলায় কার্বন ডাই অক্সসাইড যেটা দামি ও সূক্ষ্ম মেশিনারিজের আগুন নেভানোর জন্য ব্যবহৃত হয়।ফোম জাতীয় সিলিন্ডার রাসায়নিক, গ্যাসের আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়।বাসায় ব্যবহার করার জন্য সিওটু হচ্ছে আদর্শ সিলিন্দার।কারন বাসায় দামি মেশিন যেমন আছে আবার কমদামি শুকনো জিনিসও আছে।
ডিসিপি (DCP) এক্সটিইংগুইসার সিলিন্ডার চেনার উপায় হল এর এই সিলিন্ডারের হজ পাইপটির( সাথে লাগোয়া কালো রঙের নল) পাউডার বেরোনোর দিকটি বেশী বড় থাকবেনা তবে আগার তুলনায় সামান্য চওড়া থাকবে। ডিসিপির নলের মাথা তুলনামূলক চওড়া থাকবে। সংক্ষেপে ৩ টি সিলিন্ডারের ব্যবহার লিখছি।
ক)ডিসিপি (DCP) ফায়ার এক্সটিইংগুইসারঃ এই ফায়ার এক্সটিইংগুইসারের সাহায্যে সাধারনত কঠিন পদার্থের আগুন নিভানো যায়।তবে বিদুতের আগুন,গ্যাসের আগুন ও ছোট ধরনের তেলের আগুনও নিভানো যায়।কার্যক্ষমতার উপর নির্ভর করে।
খ) সিওটু(CO2) ফায়ার এক্সটিইংগুইসারঃ এই ধরনের এক্সটিইংগুইসারের সাহায্যে সাধারনত বৈদ্যুতিক আগুন নিভানো হয়।
গ)ফোম টাইপ ফায়ার এক্সটিইংগুইসারঃ এই ফায়ার এক্সটিইংগুইসারের সাহায্যে সাধারনত তরল পদার্থের আগুন নেভানো হয়। এগুলো আবার দুই ধরনের হয় গ্যাস কার্টিজ টাইপ এবং প্রেসার টাইপ।
প্রতিটি প্রতিষ্ঠান বা সুউউচ্চ বিল্ডিং গুলিতে মাসে একবার নিয়মিত মহড়া হতে হবে । কিছু আগুনের মহড়া হবে না জানিয়ে আর কিছু রাতের বেলায় । মহড়ার লক্ষ্য বিপদের সময় আপনার মাথা কাজ না করলেও শুধু অভ্যাসের বলে কিভাবে সঠিক কাজ করে বের হয়ে আসবেন । যেমন আগুন ছড়িয়ে গেলে কিভাবে দ্রুত বের হয়ে আসতে হবে । কিভাবে ধোঁয়ার নীচ দিয়ে আসবেন ইত্যাদি ।দয়া করে মনে রাখবেনঃ বেরিয়ে যান, বাইরে থাকুন, ফায়ার সার্ভিসকে খরব দিন।

সকল গার্মেন্টস তৈরী ফ্যাক্টরীর একটি অটোমেটিক ফায়ার এলার্ম সিস্টেম থাকতে হবে যা স্বমন্বয় হবে তিনিটি ডিভাইসের মাধ্যমে:
ক) স্মোক ডিটেক্টর (Smoke Detector)
খ) হিট ডিটেক্টর (Heat Detector) এবং
গ) স্প্রিংকলার ওয়াটার ফ্লো ডিভাইস।
স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম কোথায় লাগাতে হবেঃ ২৩ মিটার বা ৭৫ ফিট উচ্চতার নিচে যে কোনো বিল্ডিংএ ফায়ার এলার্ম সিস্টেম প্রতিস্থাপন করতে হবে। ২৩ মিটার বা ৭৫ ফিট উচ্চতার অধিক হলে স্প্রিংকলার এবং রশ্মি ডিটেক্টর(Beam Detector) লাগাতে হবে।
স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম প্রতিস্থাপনের নিয়মঃ একজন সাপ্লায়ার কে অবশ্যই বি.এন.বি.সি সেকশন-০৪ এর ৪.৪ এবং এন.এফ.পি.এ ৭২ এর গাইড লাইন অনুযায়ি এই সিস্টেম প্রতিস্থাপন করতে হবে।
স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম ডিজাইনঃ এন.এফ.পি.এ ৭২ (NFPA 72 2019) এর গাইড লাইন অনুযায়ি একজন সাপ্লায়ার কে এর ডিজাইন তৈরী করতে হবে। একর্ড ফলোআপ অডিট এর সময় এন.এফ.পি.এ ৭২গাইড লাইন অনুযায়ি সম্পূর্ণ সিস্টেম প্রতিস্থাপন করা হয়েছে কিনা তা চেক করা হবে। 

তবে একর্ড এর নিয়মানুযায়ি, স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম ডিজাইন প্রতিস্থাপনের পূর্বে একর্ড টিম কর্তৃক পরিক্ষা-নিরীক্ষা করে তাদের কর্তৃক অনুমোদন পূর্বক কারখানায় প্রতিস্থাপনের পরার্মশ দেওয়া হয়েছে। অতএব, কোনো সাপ্লায়ারের কাছে কার্যাদেশ প্রদানের পূর্বে একর্ড কর্তৃক ডিজাইন অনুমোদন পূর্বক তা প্রদান করা উচিত।
উল্লেখ্য যে, স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম টি কোনো একটি সম্পূর্ণ বিল্ডিং এ একসাথে শুনা জেতে হবে, যেন সকল ফ্লোরের লোকজন একসাথে বিল্ডিং থেকে বেরিয়ে যেতে পারে। আংশিক এলার্ম নোটিফিকেশন কোনোভাবেই গ্রহনযোগ্য নয় এবং উক্ত সিস্টেম থাকলে তা একর্ড নিয়মানুযায়ি পূণরায় প্রতিস্থাপন করতে হবে।


স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম প্রতিস্থাপনের পরবর্তী করনীয়ঃ সাপ্লায়ার কর্তৃক প্রতিস্থাপনের পর সম্পূর্ণ সিস্টেম টি এন.এফ.পি.এ ৭২ (NFPA 72 2019) গাইড লাইন অনুযায়ি চেক করতে হবে এবং উক্ত গাইড লাইন অনুযায়ি চেকিং এর সম্পূর্ণ ডকুমেন্টস একর্ড কর্তৃপক্ষের নিকট প্রদান করতে হবে। উক্ত চেকিং ডকুমেন্টস এর উপর ভিত্তি করে একর্ড পূণরায় সিস্টেম টির ফাইনাল টেস্টিং এবং অডিট সম্পন্ন করবে। যদি উক্ত প্রক্রিয়ার কোথাও অসম্পূর্ণ থাকে, তবে একর্ড অডিট ব্যর্থ তথা পুরো পদ্ধতি টি না জেনে স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেম প্রতিস্থাপনের কঠিন মাশুল দিতে হবে।

এন.এফ.পি.এ ৭২গাইড লাইন অনুযায়ি উক্ত স্মোক ডিটেকশন এবং ফায়ার এলার্ম সিস্টেমটি নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা থাকতে হবে যেন কোনো ধরনের দূর্ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন জানতে পারে।

কিন্তু যতদিন তা করা সম্ভব না হবে, একজন নিয়োজিত ব্যক্তি উক্ যোগাযোগ রক্ষার জন্য নির্ধারন করা থাকতে হবে। নিয়োজিত ব্যক্তির কর্তব্য স্থলে অবশ্যই সেন্ট্রাল ফায়ার/ স্মোক ইন্ডিকেটর থাকতে হবে।
অফিসের জন্য বা কলকারখানার জন্য প্রয়োজন হয় ইমারজেন্সি অ্যাকশন প্ল্যান। সহজে বের হওয়ার বিকল্প উপায়, ফায়ার ডোর ও আরও বাড়তি কিছু আগুন নেভানোর যন্ত্র যেমন: ফায়ার এক্সটিংগুইশার, স্মোক ডিটেক্টর, ফায়ার ডোর, হাইড্রেন্ট সিস্টেম (জল সরবরাহের উৎস), স্প্রিংকলার সিস্টেম (স্বয়ংক্রিয়ভাবে, অতিরিক্ত তাপমাত্রার উপস্থিতিতে স্প্রিংকলার ফেটে জল ছড়িয়ে আগুন নেভায়) ও হোজ বক্স (কাচের বাক্সে লাল প্যাঁচানো নল, যা যুক্ত থাকে হাইড্রেন্টের সঙ্গে। যে তলায় আগুন লাগবে, সেখানে কাচের বাক্স খুলে প্যাঁচানো নলটি ৫-১০ ফুট সামনে নিলেই স্বয়ংক্রিয়ভাবে জল বেরোতে থাকবে, আগুন নেভাবে) যন্ত্র ব্যবহারের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা ও নির্দিষ্ট সময় পরপর মহড়ার ব্যবস্থা করা উচিত।
আমরা সবাই আসলে আগুনকে চিনি কিন্ত খুব কম লোকই আগুন সম্পর্কে জানি ।
চেনা আর জানার ফারাকটা কিন্ত ক্ষেত্র বিশেষে বিস্তর। তাই দয়া করে আগুনকে জানুন ।
আজকে থেকেই হোক আপনার জানার চেষ্টা ।